1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

লেখা:- মনের কথা ! মনের অজান্তে এসেছিলে হৃদয়ে আমার।

মহিউদ্দিন ইরাক
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ Time View

ফুলের সৌরভ ছড়িয়ে চাঞ্চল্যতা দিয়ে এসেছিলে আমার হৃদয়ে, যেখানে কোন অপবিত্রতা কখনোই স্পর্শ করতে পারেনি শেষে অবধি পারেনি।পবিত্র মনের অনুভূতি গুলো মাঝে মধ্যে হৃদয়ে জাগ্রত হয় এটা মনের ভাবনার কারণ, মনের ভাবনা কোনো বারণ মানে না।
নিঃস্বার্থভাবে কোনো প্রকার চাওয়া না পাওয়ার আশা করে ভালোবাসা জটিল এবং কঠিনতম ব্যপার এটা আনকন্ডিশনাল হৃদয়ঘটিত ব্যপার।অধিকাংশেই জয় হয় মনের ভালোবাসার পরাজিত হয় এই নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা সম্পূর্ণ ম্যাচিউরিটির অভাবে,কারণ একটা বিষয় না বুঝার ক্ষমতা অনেক বড় ক্ষতি ডেকে আনা তাছাড়া মানুষের ৫ টা বিষয়ের মধ্যে একটা বিষয় সেক্রিফাইস করার উত্তমতা না বুঝা।

বর্তমান এই ২০২৫ সালে দেখলাম আপন কিভাবে পর হয়ে যায় আগেও দেখেছি অনেকের ক্ষেত্রে।ভিতরে পরহীন হয়ে উপরে আপনত্ত্বের লীলা দেখছি এবং মাঝে মাঝে হাসছি।
আমরা টাকার একটা সোসাইটি তে বাস করি (We are faces on money orient society everything is created by money)
এটা স্বাভাবিক বিষয় কিন্তু চাহিদার তুলনায় যোগান কম থাকলে সেটা ভিন্ন।

তবে অনেকেরই সবকিছুর উর্ধ্বে একটা সুন্দর ও ভালো মন আছে প্রতিটি মানুষের চিন্তা মেধা সম্পূর্ণ ভিন্ন হলেও ভালোবাসার মেলবন্ধনের কারণে সবাই একত্র।যখন সুন্দর মনটা নিয়ে আমরা পরাজিত ভালোবাসাটা কে ভূলে প্রকৃতির স্নিগ্ধ হাওয়ায় একটা শান্তির অনুভূতি খুঁজি এটাও অনেক বড় সৌভাগ্য, উত্তরের হাওয়াও মনকে নতুন ভাবে শীতলতা দেয় এবং হৃদয় কে শীতল করে তা বাস্তব অনুভূতি পেয়েছি সৃষ্টিকর্তার নিকট সবসময় শুকরিয়া।

বিশেষ দৃষ্টিকোন হতে পারে নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা ভিতরে ভিতরে আজীবন জয়ী হয়ে থাকবে প্রতিটি প্রেমিক কিংবা আশিক এর হৃদয়ে আর বাহিরে জয়ী ভালোবাসা অন্ধকারে ভাসবে অনন্তকাল নিয়তির বিস্ময়কর একটা বিষয় এটা না অবকাশ আজকাল হবে না।
জীবন তো একটা চিন্তা ভাবনা অশেষ, ভালোই জিতুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD