সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর এলাকার কুখ্যাত মাদক সম্রাট সবুজ বিশ্বাসের মাদক ব্যবসার বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট করার জের ধরে জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইসরাফিল শেখকে প্রাণ নাশের হুমকি প্রধান করে কুখ্যাত মাদক সম্রাট সবুজ বিশ্বাস।
এবিষয়ে,সাংবাদিক ইসরাফিল শেখ গত ০৮/০৬/২০২৫ ইং শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,গত ০৭/০৭/২৫ ইং তারিখ রাতে সাংবাদিক ইসরাফিল শেখের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সত্য তথ্য প্রমাণের ভিত্তিতে শাহজাদপুরের চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী সবুজ বিশ্বাস,ভবঘুরে কিশোর গ্যাং দিয়ে জমজমাট ইয়াবা ব্যবসা পরিচালনা করছেন। তারই কিশোর গ্যাং এর এক সদস্য বলেছেন বর্তমান উত্তরবঙ্গের ভিতরে সব থেকে বড় ইয়াবা সম্রাট সবুজ বিশ্বাস,ছবিসহ ফেসবুকে এমন পোস্ট করার জের ধরে গত ০৮/০৭/২০২৫ইং তারিখ দুপুরে সাংবাদিক ইসরাফিল শেখ কে (01789***778) নাম্বার থেকে ফোন করে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সবুজ বিশ্বাস সাংবাদিক ইসরাফিল শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে বলে,তুই কিশের সাংবাদিক তোর মত সাংবাদিক গুনার সময় আমার নাই! তোর মত কত সাংবাদিক আমার পিছে পিছে ২০০/৫০০ শত টাকার জন্য ঘুরে বেড়ায়!এছাড়াও তাকে প্রাণ নাশের এবং তার লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে।
এবিষয়ে, হুমকিদাতা সবুজ বিশ্বাসের সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেনি।
এবিষয়ে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।