গাজীপুর, ৯ জুলাই ২০২৫: গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের শালনা কফিল উদ্দিন সরদার বাড়ি রোড, মৈশান বাড়ি, টেককাথোরা গতকাল এক উৎসবমুখর পরিবেশে হয়ে গেল ‘হুমায়রা কুটির’-এর শুভ উদ্বোধন। বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় শুধু উদ্বোধন নয়, এর সঙ্গে ছিল এক দারুণ গ্রামীণ রাঁধুনি প্রতিযোগিতা, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রাসেল রানা। ফিতা কেটে ‘হুমায়রা কুটির’-এর যাত্রা শুরু করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এবং দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হারুন উর রশিদ।
নাসরিন জাহান হনুফা-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ তাইজুল এবং একই সংগঠনের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ। এছাড়াও মাতৃ বাংলা টিভির সম্পাদক জাকারিয়া শিকদার সহ এলাকার বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
উদ্বোধনী পর্বের পর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল গ্রামীণ রাঁধুনি প্রতিযোগিতা। এতে বিভিন্ন অঞ্চল থেকে আসা পাঁচজন নারী উদ্যোক্তা বিচারকের আসনে বসেছিলেন। তাদের সূক্ষ্ম বিচার প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা রাঁধুনিদের। এই প্রতিযোগিতা গ্রামীণ রান্নার ঐতিহ্য এবং নারী রন্ধনশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতাকে দারুণভাবে তুলে ধরেছে।
‘হুমায়রা কুটির’-এর উদ্বোধন এবং এই অভিনব রাঁধুনি প্রতিযোগিতা স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এমন আয়োজন ভবিষ্যতে আরও হবে বলে আশা করছেন এলাকাবাসী।