সাতক্ষীরা জেলার মাদ্রাসা গুলোর মধ্যে ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ১২ জন জিপিএ-৫ (এ+) পেয়েছে। এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ ড.মুফতি আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টারই ফল এই সাফল্য। আমরা নিয়মিত ক্লাস, মডেল টেস্ট ও মানসম্পন্ন পাঠদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।
মুহাদ্দিস সিরাজুল ইসলাম বলেন, ছাত্রদের নৈতিক ও একাডেমিক উভয় দিকেই আমরা মনোযোগ দিয়েছি। নিয়মিত কুরআন-হাদীস চর্চা এবং আদর্শিক গঠনেই আমাদের জোর ছিল।
প্রভাষক যোবায়েরুল ইসলাম বলেন, এই ফলাফল আমাদের আরও উৎসাহিত করবে। আগামীতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ।
সহকারী মৌলভী আব্দুল হামিদ বলেন,শিক্ষার্থীদের প্রতি আমরা ব্যক্তিগতভাবে মনোযোগ দিয়েছি। যার সুফল আজ ফলাফলে স্পষ্ট। সহকারী শিক্ষক কবিরুল ইসলাম বলেন, নিয়মিত পাঠদান, অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমেই আজকের এই সফলতায় পৌঁছানো সম্ভব হয়েছে। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার এই কৃতিত্বে ছাত্র-ছাত্রী, অভিভাবক সবাই অত্যন্ত সন্তুষ্ট। উল্লেখ্য, এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত। এখানে রয়েছে হিফজুল কুরআন বিভাগ, বিজ্ঞান বিভাগ, সাধারণ বিভাগ, মুজাব্বিদ বিভাগ এবং কামিল পর্যায়ে হাদীস ও ফিকাহ বিভাগ। শিক্ষার সকল স্তরে গুণগত মান বজায় রেখেই প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে একাডেমিক ও দ্বীনী উভয় শিক্ষায় সমান ভাবে।