1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

২৪৪ তাড়া করে ১৪.২ ওভারে জয়, ইতিহাস গড়ল বুলগেরিয়া।

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল বুলগেরিয়া। ২০ ওভারে ২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তো পেলই, সেটাও মাত্র ১৪.২ ওভারে! জিব্রাল্টারের বিপক্ষে ৩৪ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা তার বেশি রান তাড়ার রেকর্ড।

এদিন বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.০২। ম্যাচটিতে দুদলের সম্মিলিত রান দাঁড়ায় ৪৮৭। ৩৪.২ ওভারে হওয়া ম্যাচটির সামগ্রিক রানরেট ছিল ১৪.১৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল ২০০৯ সালের নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দখলে, যেখানে রানরে

এই তালিকায় বুলগেরিয়া-জিব্রাল্টার ম্যাচের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ২০২৫ সালের রোমানিয়া-বেলজিয়াম ম্যাচ (রানরেট ১৩.৬৮)। এরপর রয়েছে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (১৩.৩১) ও ২০১৯ সালের নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ (১৩.২৭)।

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হিসেবেও পিছিয়ে পড়েছে আইপিএলের রেকর্ড। এতদিন অবিচ্ছিন্ন ম্যাচে সর্বোচ্চ রানরেটের রেকর্ড ছিল ২০২৪ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের (১৩.৭২)। এবার সেটিও ছাড়িয়ে গেছে বুলগেরিয়া-জিব্রাল্টার লড়াই। একইসঙ্গে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রানের ম্যাচগুলোর তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ম্যাচটি (৪৮৭ রান)। শীর্ষে রয়েছে ২০২২ সালের বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচ, যেখানে উঠেছিল ৪৮৮ রান। তৃতীয় স্থানেও রয়েছে বুলগেরিয়া-সার্বিয়ার আরেক ম্যাচ (৪৫৪ রান)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD