1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সিলেটে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক ২৬

কামাল খান
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫২ Time View

অদ্য ১২/০৭/২০২৫ ইং,বিকাল ১৭.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মোঃ মাসুদ রানা, পিপিএম,সেবা এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রা‌ফিক) মোঃ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজিব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দ‌ক্ষিণ) মোঃ শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ (কোতোয়ালি), অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ডিবি সদস্যগণসহ বিভিন্ন ইউনিটের মোট ২৭১ জন চৌকস পুলিশের বিশেষ টিম।উক্ত অভিযানে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা, বিক্রয় করা ও মাদক বিক্রির নগদ অর্থসহ সর্বমোট ২৬ (ছাব্বিশ জন) ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন: ১। মোস্তাকিম আহমেদ আনন্দ (২০), পিতা: মোঃ মনির সিয়া, মাতা: শামসুন্নাহার, সাং: খোজার খলা, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট; বর্তমান ঠিকানা: তেররতন বাজার, উপশহর, শাহপরাণ, সিলেট। ২। জাকির হোসেন রাকিব (৩২), পিতা: মোঃ বশির মিয়া, মাতা: জয়নব বেগম, সাং: পার্টইশাইল, থানা: জকিগঞ্জ, সিলেট; বর্তমান: ফেরিঘাট, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট। ৩। মোঃ সফর আলী (৩৫), পিতা: মোঃ জালাল মিয়া, মাতা: ফিরোজা বেগম, সাং: বাইশটিলা, থানা: এয়ারপোর্ট, সিলেট। ৪। মোঃ আব্দুর রাকিব (২৫), পিতা: মোঃ কাশেম দিয়া, মাতা: শেফালী বেগম, সাং: চান্দিনা বাগুর, থানা: দেবিদ্বার, কুমিল্লা; বর্তমান: বড়বাড়ি, বালুচর, শাহপরান, সিলেট। ৫। মোঃ দেলোয়ার হোসেন (৩৭), পিতা: মোঃ শাহাবুদ্দিন, মাতা: রেনু বেগম, সাং: খাগাইল, থানা: বিয়ানীবাজার, সিলেট; বর্তমান: মহাজন পট্টি। ৬। অন্তর বাসকর (২১), পিতা: উজ্জল বাসকর, মাতা: মনি, সাং: কাষ্টঘর, থানা: কোতোয়ালী, সিলেট। ৭। মনির হোসেন (৩২), পিতা: শুক্কুর মিয়া, মাতা: জরিনা বেগম, সাং: বাইশটিলা, থানা: এয়ারপোর্ট; বর্তমান: বাদামবাগিচা, সিলেট। ৮। মিঠুন ভাসকর (৩৮), পিতা: মতিলাল, মাতা: গীতা ভাসকর সাং: পরীনগর (রেল কলোনি), থানা: কুলাউড়া, মৌলভীবাজার। ৯। লক্ষণ লাল (৫০), পিতা: ধনুলাল, মাতা: গজমতি লাল, সাং: কাষ্টঘর, থানা: কোতোয়ালী, সিলেট। ১০। বিপ্লব লাল (১৮), পিতা: সিন্টু লাল, মাতা: জয়ন্তিকা লাল, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১১। আশিক লাল (২২), পিতা: মৃত পাশা লাল, মাতা: আলো রানী, সাং: কাষ্টাঘর, কোতোয়ালী, সিলেট। ১২। শ্রাবণ লাল (২২), পিতা: মৃত বাবুল লাল, মাতা: ইন্দিরা রানী, সাং: ছোটরা, থানা: কুমিল্লা সদর। ১৩। আকাশ রায় (২১), পিতা: চুনীলাল, মাতা: বিজলী রানী রায়, সাং: টিলারগাঁও (শাবিপ্রবি), থানা: জালালাবাদ, সিলেট। ১৪। আক্তার হোসেন (৪৫), পিতা: মৃত মফিজুর রহমান, মাতা: মালেচ্ছা বেগম, সাং: চান্দের নগর, থানা: জামালগঞ্জ, সুনামগঞ্জ। ১৫। শুভ লাল (৩৭), পিতা: মৃত শংকার লাল, মাতা: মুন্নি রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১৬। আকাশ সরকার (২০), পিতা: চিন্টু সরকার, মাতা: গীতা রানী সরকার, সাং: বাসুমাহাটি, থানা: নবাবগঞ্জ, ঢাকা; বর্তমান: উপশহর, শাহপরান, সিলেট। ১৭। অজিত বর্মন (৩২), পিতা: টুনু বর্মন, মাতা: সুবলা বর্মন, সাং: ফেরীঘাট, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট। ১৮। টিটুলাল (২১), পিতা: বিধান লাল, মাতা: রাহেলা রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১৯। মোন্না লাল (৩২), পিতা: কালু লাল, মাতা: বেবী রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২০। ব্লুটকি রানী (৫৫), পিতা: মতিলাল, মাতা: ফুলমতি রানী, সাং: আখাউড়া রেল কোয়ার্টার, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমান: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২১। সালমা বেগম (৩২), পিতা: আনসার আলী শেখ, মাতা: আমেনা বেগম, সাং: হাসানপুর, থানা: কেশবপুর, যশোর; বর্তমান: কাষ্টঘর, সিলেট। ২২। মোঃ আলামিন মিয়া (২৫), পিতা: মোঃ জজ মিয়া, মাতা: কুলসুম বেগম, সাং: দৌলভদী, থানা: তিতাস, কুমিল্লা; বর্তমান: কদমতলী ফেরিঘাট, দক্ষিণ সুরমা, সিলেট। ২৩। ওম লাল (১৬), পিতা: কিশুন লাল (মৃত), মাতা: মনি, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২৪। মোঃ সাকিবুল ইসলাম (৩১), পিতা: মোঃ শাহ আলম, মাতা: সেলিনা আলম, সাং: সাহেব রামপুর, থানা: কালকিনি, মাদারীপুর; বর্তমান: শাহজালাল উপশহর, সিলেট। ২৫। পাপ্পু লাল বাশফর (৩০), পিতা: বৌনা লাল, মাতা: সিমা রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। উদ্ধারকৃত মালামালঃ অভিযানে আসামীদের হেফাজত হতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ-৫৭,০৫০/- টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উল্লেখ্য, আটককৃত সকল ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD