1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

অদম্য পিএসজিকে থামিয়ে ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব চেলসির।

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫০ Time View
ছবি সংগৃহীত

মৌসুমজুড়ে দারুণ ফুটবল খেলেছে পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রেবলজয়ী ফরাসি ক্লাবটি, বিশ্বজুড়ে ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হোঁচট খেয়েছে মৌসুমের একদম শেষে এসে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাদের পাত্তা দেয়নি চেলসি। পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার (১৩জুলাই) দিনগত রাতে কোল পালমারের জোড়া গোলে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ জায়ান্ট চেলসি।

৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে ফেভারিট ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি। তবে মাঠের লড়াইয়ে ফাইনালে তারা পেরে ওঠেনি কনফারেন্স লিগজয়ী চেলসির বিপক্ষে। মূলত চেলসির কৌশলের কাছেই ধরাশায়ী হয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

অপ্রতিরোধ্য পিএসজির বিপক্ষে প্রথমার্ধেই কোল পালমারের ২ গোল ও ১ অ্যাসিস্টে বড় ব্যবধানে এগিয়ে যায় চেলসি। পিএসজির অ্যাটাকিং ফুটবলকে আটকাতে চেলসির কাউন্টার অ্যাটাকের কৌশল বেশ কাজে দিয়েছে এই ম্যাচে। ম্যাচজুড়ে বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও তারা পরাস্ত হয়েছে চেলসির রক্ষণভাগের কাছে। পিএসজি ৬৬ শতাংশ বল দখলে রেখে ৮টি শটের বিপরীতে পোস্টে রেখেছে ৬টি।

বিপরীতে চেলসি ৩৪ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নিলে ৫টিই ছিল পোস্টে। প্রথমার্ধে চেলসির যে তিনটি শট পোস্টে ছিল তার সবগুলো থেকেই তারা লক্ষ্যভেদ করেছে। ইংলিশ জায়ান্টরা তাদের কাউন্টার অ্যাটাকের কৌশলকে দারুণ ভাবে কাজে লাগিয়ে পরাস্ত করেছে ট্রেবলজয়ী পিএসজিকে।ম্যাচের ২২তম মিনিটেই চেলসিকে এগিয়ে নেয় ইংলিশ মিডফিল্ডার পালমার। বক্সের ডানপাশ থেকে চেলসির রাইটব্যাক মালো গুস্তোর বারানো পাসে বক্সের মাঝে পেয়ে যান পালমার।

এরপর বাম পায়ের শটে পোস্টের বাম কোণা দিয়ে বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। ম্যাচের ৩০তম মিনিটে কাউন্টার অ্যাটাকে এবার ব্যবধান দ্বিগুন করেন পালমার। মাঝমাঠের একটু নিচে থেকে বল পেয়ে ডানদিকে বারিয়ে দেন লেভি কোলউইল। মাঝমাঠের কিছুটা ওপরে বল পেয়ে বক্সে ঢুকে যান পালমার। এরপর প্রথম গোলের মতো বক্সের মাঝে থেকেই আবারও বাম পায়ের দারুণ এক শটে পোস্টের বাম কোণা দিয়ে বল জালে জড়ান পালমার।

দুই গোল দেওয়ার পর এবার ম্যাচের ৪৩তম মিনিটে সতীর্থ হোয়াও পেদ্রোকে দিয়ে গোল করান কোল পালমার। পিএসজির বক্সের কিছুটা সামনে বল পেয়ে দুইজন ডিফেন্ডারের মাঝে দিয়ে বক্সের ভেতর খালি থাকা পেদ্রোকে তা বারিয়ে দেন। পালমারের নিখুঁত পাস থেকে বল নিয়ে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে একা পেয়ে ডান পায়ের শটে পোস্টের ডানকোণা দিয়ে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েবার বড় সুযোগ পেয়েও পিএসজি গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে। এদিন তিনি যেনো পোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন। ৫২তম মিনিটে বক্সের মাঝে থেকে নেওয়া ডেম্বেলের ডান পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন সানচেজ।

৫৯ তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিতিনহার ডান পায়ের জোড়ালো শট পোস্টের বাম কোণে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়ে চেলসিকে রক্ষা করেন আরো একবার। ৬৮তম মিনিটে আন্দ্রে সান্তোসের পাস থেকে বল পেয়ে লিয়াম দিলাপ কিছুটা সামনে এগিয়ে বাক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নিলে অসাধারণভাবে লাফিয়ে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। ৮০তম মিনিটে আরো একবার দোন্নারুম্মাকে একা পেয়েও দিলাপ লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

ম্যাচের ৮৬তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নাভাস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। এরপর ম্যাচের নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই শিরোপার উল্লাসে মেতে ওঠে চেলসি।

২০২৫ ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে দ্বিতীয় শিরোপার দেখা পেয়েছে চেলসি। এর আগে তারা আরো দুইবার ফাইনাল খেলেছে মহাদেশীয় এই টুর্নামেন্টে, একবার শিরোপাও জিতেছে ইংলিশ ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD