স্টাফ রিপোর্টার: শ্রাবন্তী আক্তার
সাংবাদিকদের কল্যাণে নিবেদিত সংগঠন সাংবাদিক কল্যাণ ফোরাম এবার পাশে দাঁড়িয়েছে এক অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক পরিবারের সদস্যের। এশিয়া টিভির ময়মনসিংহ প্রতিনিধি তাসলিমা রত্নার প্রিয়জন রীমা গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই খবর পাওয়ার পর শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় সাংবাদিক কল্যাণ ফোরামের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে রীমার খোঁজখবর নেয় ও তার হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করে।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা এম এ মান্নান বলেন,
> “সাংবাদিক কল্যাণ ফোরামের মূল লক্ষ্য হচ্ছে শুধু সাংবাদিক নয়, অসহায় মানুষের পাশেও দাঁড়ানো। আমরা চাই—এই সংগঠনটি সাংবাদিকদের মাঝে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করুক।”
তিনি আরও বলেন,
> “একটি সংগঠন তৈরি করা সহজ, কিন্তু তা সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন। সাংবাদিক কল্যাণ ফোরাম যেন দেশের শ্রেষ্ঠ মানবিক সংগঠন হিসেবে গড়ে ওঠে—সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকার কথা উল্লেখ করে এম এ মান্নান বলেন,
> “সরকার সব সময় সাংবাদিকদের পাশে আছে। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদান প্রদান একটি চলমান প্রক্রিয়া। আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন হাতে পেলেই সাংবাদিকদের সহায়তায় আরও বৃহৎ উদ্যোগ নেওয়া হবে।”
সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
> “সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমাদের সকল সদস্যের উচিত হবে পেশাগত নীতিমালা ও আচরণবিধি মেনে কাজ করা।”
এসময় টঙ্গী সদর গাজীপুর সাংবাদিক কল্যাণ ফোরাম-এর সভাপতি শাহ জাহান হাসান বলেন,
> “প্রতিষ্ঠাতা এম এ মান্নান সাহেবের নেতৃত্বে আমরা আজ রীমার পাশে দাঁড়াতে পেরেছি। সাংবাদিক জীবনে এমন মানবিক উদ্যোগ খুব কমই দেখেছি। সংগঠনটি অল্প সময়ের মধ্যেই যে মানবিকতা ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও জানান,
> “আমরা চাই সাংবাদিক কল্যাণ ফোরামকে দেশব্যাপী প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করতে—যাতে ‘মানবিক সেবায় আমরা’ এই স্লোগান বাস্তবে রূপ পায়।”এসময় উপস্থিত ছিলেন—
মো. আহসানুজ্জামান সোহেল (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),
মো. শাহ ফয়সাল করিম (সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি),
মো. ফাত্তাহুল কবির রকিব (সাধারণ সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি),
মো. আল আমিন (দপ্তর সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি),
নাহিদ সুলতানা হৃদয় (যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি),
রুনা চাকমা, আসমা মল্লিক, নুরুন নাহার প্রমুখ।