মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে নৌপথে হাসপাতালে নেওয়ার পথে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,গাবুরার সোরা দৃষ্টিনন্দন এলাকার ফারুক হোসেনের স্ত্রী হঠাৎ প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়েন। এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় স্বজনরা তাকে ট্রলারে করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। নদীপথের দীর্ঘ যাত্রায় দেরি হওয়ায় ট্রলারের ভেতরই তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের নারী সদস্য ফরিদা পারভিন বলেন,গাবুরায় কোনো মানসম্মত স্বাস্থ্য কেন্দ্র নেই। সামান্য চিকিৎসার জন্যও নৌপথে অনেক দূর যেতে হয়। এ কারণেই প্রায়ই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা না থাকায় গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাঁরা দ্রুত চিকিৎসা অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন।