মোঃ মহাসিন, বিশেষ সংবাদদাতাঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি ও ধানের শীর্ষ ভোট প্রচার জনসংযোগে বিএনপির নেতাকর্মী নিয়ে গণমিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত। রবিবার ঢাকা-১৮ আসনের আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সামনে থেকে জমায়েত করা হয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। পিক-আপ মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর উত্তর। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, বিমানবন্দর, ভাটারা, খিলক্ষেত, উত্তরা পশ্চিম থানা বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়। মিছিল স্লোগানে আনন্দিত উৎসব মুখরিত ছিলো সমাবেশ ঘিরে। জনস্রোত জনঢলে গণমানুষের উপস্থিত ছিলো অন্য রকম। ঢাকা -১৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনী প্রস্তুতি, দলীয় প্রচার- প্রচারণা সহ বিভিন্ন দিক দিয়ে অন্যান্য প্রার্থীর চেয়ে তুলনামূলক ভাবে শীর্ষে এগিয়ে আছেন জনপ্রিয় সুনামধন্য হিসেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অতি সুপরিচিত তিনি। বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন এস এম জাহাঙ্গীর হোসেন। এর বিকল্প কোন নেতৃত্ব বিএনপিতে তৈরি হয়নি। রাজনীতি ঐতিহাসিকভাবে বিএনপির একটি সংগঠিত কাঠামো দলের জন্য গড়ে তুলেছেন।
এই যোগ্য নেতার অক্লান্ত পরিশ্রমের কারণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম দিন দিন শক্তিশালী হচ্ছে। তৃণমূল আরও ঐক্যবদ্ধ হবে বলে মনে করছেন বিএনপির তৃনমূলের কর্মীরা। ভোটারদের মতে- তিনি শুধু দলের নেতা নন, সাধারণ মানুষেরও আপনজন। দলমত নির্বিশেষে সাধারণ জনগণ ও ঢাকা -১৮ আসনের ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হউক।
ঢাকা -১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন এখন পর্যন্ত অন্যান্য প্রার্থীদের চেয়ে বহুগুন এগিয়ে আছেন বলে মনে করছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।