মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সদর উপজেলার তিন ফসলি জমিতে নিয়মনীতি না মেনে গড়ে উঠছে একের পর এক ইট ভাটা। এতে হুমকির মুখে পড়েছে আবাদি জমি ও স্থানীয় কৃষকদের জীবিকা। মাধবকাটি,ছয়ঘরিয়া, কাশেমপুর বাইপাস সড়ক, বাবুলিয়া, শিকড়ি, ভাদড়া ও হাওয়ালখালী সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, যেখানে এক বছর আগে ধান,পাট ও সবজি চাষ হতো, সেখানে এখন তৈরি হচ্ছে ইট ভাটা। নির্মাণাধীন ইট ভাটার পাশে চলছে ধান রোপণের কাজও।
স্থানীয় কৃষকেরা জানান,ইট ভাটা নির্মাণের কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে। ইট ভাটার তাপে আশ পাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। তাঁরা বলেন, প্রভাবশালী ভাটা মালিকদের কারণে কেউ মুখ খুলতে পারছেন না।
ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কৃষি জমি, বনভূমি, জনবসতিপূর্ণ এলাকা বা একাধিক ফসল উৎপাদিত জমিতে ইট ভাটা স্থাপন নিষিদ্ধ। তবে আইন অমান্য করে এসব এলাকায় চলছে ইট ভাটা নির্মাণের কাজ।
কৃষি কর্মকর্তারা জানান,উপজেলায় অধিকাংশ জমিই দুই বা তিন ফসলি। এসব জমিতে ইট ভাটা নির্মাণ সম্পূর্ণ অবৈধ।
অন্যদিকে,বেশির ভাগ ইট ভাটার নেই ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র বা জেলা প্রশাসকের অনুমোদন। ফলে সরকার প্রতি বছর হারাচ্ছে বিপুল রাজস্ব। স্থানীয় কৃষকেরা প্রশাসনের কাছে অবৈধ ইট ভাটা অপসারণে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।