স্টাফ রিপোর্টার: কামরুল হাসান
ফ্যাসিস্ট সরকারের চক্রান্ত ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ১৩ নভেম্বরের চক্রান্ত প্রতিহত করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা আক্তার হোসেন ও খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক, মাটি ও মানুষের নেতা জননেতা এস এম ফজলুল হক–এর আহ্বানে আয়োজিত গণমিছিলকে ঘিরে আজ কুড়িল বিশ্বরোড জনসমুদ্রে পরিণত হয়।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলুন, ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই গণমিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা এখন জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে। বিএনপির প্রতিটি কর্মসূচি হবে আগামী গণঅভ্যুত্থানের ভিত্তি।
তাঁরা আরও বলেন, এই সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
সভাপতিত্বে থাকা নেতৃবৃন্দ শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা আরও বেগবান করার আহ্বান জানান।