চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
রবিবার (১৬ নভেম্বর ) বিকেলে এনায়েতপুরের খুকনী ইউনিয়ন আরকান্দি বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুকনী ইউনিয়ন শাখার গোপীনাথপুর ওয়াডের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনীয় জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ওয়াড সভাপতি মোঃ আব্দুল আজিজ মুন্সী, উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সিরাজগঞ্জ ৬ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, শাহজাদপুর উপজেলা আমির মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন,আমি আপনাদেরই সন্তান আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি গোপীনাথপুরে সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও রাস্তা ঘাট সংস্কার ও নতুন করে কর্মসংস্থান করে দেওয়া হবে ইনশাআল্লাহ।এবং সেই সাথে আমি এই গোপীনাথপুর এলাকার দিকে বিশেষ নজর রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটি করে ভোট চাই দাঁড়িপাল্লা মার্কায় , আপনাদের ভোটের আমানতদারি রক্ষা করব ইনশাল্লাহ,
আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, শাহজাদপুর নির্বাচনী কমিটির পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন সবুজ, শাহজাদপুর পৌর আমির মোঃ আমিনুল ইসলাম,এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, থানা কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক মাওলানা মোঃ আব্দুল রাজ্জাক, ইউনিয়ন আমির আলহাজ্ব মাওলানা আব্দুল হক, স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী, সাংগঠনিক সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডাঃ ইদ্রিস আলম, জামায়াতে ইসলামীর নেতা,মোঃ শাহজালাল শেখ,মাওলানা মোহাম্মদ আলী সিরাজী,মাওলানা নূরুল আলম আনছারী, মুছা শেখ, আব্দুল আলিম জোয়াদ্দার,মোঃ আব্দুল্লাহ শেখ, মোঃ সাহেব আলী, মোঃ মাসুদ মোল্লা, প্রমূখ।
বক্তাগন বলেন, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই
আগামীতে সৎ,যোগ্য, চরিত্রবান লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে ন্যায়, ইনসাফ,আদোল সমাজে প্রতিষ্ঠা করতে হবে। উক্ত সভা সঞ্চালনা করেন জামায়াত নেতা মোঃ আব্দুল্লাহ ভূইয়া।