মোঃ জাফর আলীঃ
গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন ৪৪ নং ওয়ার্ডের পূর্ব গোপালপুর এলাকায় এ হামলা চালানো হয়।
ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন (৪১) জানান, একদল সন্ত্রাসী তার বি-টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স দোকানে হামলা চালায়, ভাংচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী—১. মো: কামাল (৩২), ২. মোঃ হাসান (২৮), ৩. মোঃ নুরুল ইসলাম (৩০), ৪. মোঃ বাবু (৩০), ৫. মোঃ সুজন (২৫), ৬. মোঃ হোসাইন (৩০), ৭. মোঃ হাসান (৩২), ৮. মোঃ সজিব (৩২), ৯. মোঃ পুতিয়া (৩০), ১০. মোঃ দেলোয়ার হোসেন দেলু (৩২), ১১. মোঃ আবুল কালাম আজাদ (৪০), ১২. মোঃ ফাহিম (২৫), ১৩. মোঃ জুনায়েত (২৫), ১৪. মোঃ রনি (২৩), ১৫. মোঃ আক্তার (২৪), ১৬. মোঃ জনি (২৬), ১৭. মোঃ রাজিব (৩০), ১৮. কষাই রাকিব (২৯), এছাড়া আরও অজ্ঞাতনামা ২০–৩০ জন সন্ত্রাসী হামলায় জড়িত ছিল বলে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, এসব বিবাদী দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় চাঁদার দাবিতে মানুষের দোকানে ভাংচুর ও লুটপাট করে আসছিল।
তিনি জানান, গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালিয়ে আনুমানিক ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের বাইরে রাখা দুইটি মোটরসাইকেল কুপিয়ে ভাংচুর করা হয়। হামলাকারীরা তার ওপর দেশীয় ধারালো অস্ত্র, সুইচগিয়ার ও পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরও বলেন, এই সন্ত্রাসীরা সুযোগ পেলে যেকোনো সময় আমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে। ফলে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।