ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, যারা ফ্যাসিস্টের ক্ষমতা ব্যবহার করে ভালুকাবাসীর ওপর অত্যাচার-নির্যাতন করেছে তারা চলে গেছে। এখন যারা আছে তারা সাধারণ মানুষ। তারা যে দলেরই হোক, যে মতের হোক, যে ধর্মেরই হোক তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা বিরোধ করে লাভ নেই। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমরা উন্নত, সমৃদ্ধ ভালুকা গড়তে চাই।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচির প্রচার উপলক্ষে ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা পুরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ধানের শীষ কেবল একটি দলের প্রতীক নয় এটি সাধারণ মানুষের মুক্তির প্রতীক। আমরা চাই প্রতিটি মানুষ এই প্রতীককে নিজের মনে করুক। তাই আমরা প্রতি কেন্দ্রে ধানের শীষের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করছি। শুধু তাই নয়, পাড়া-মহল্লার কমিটিতেও শুধু বিএনপির লোক নয়—অন্য রাজনৈতিক দলের সদস্যরাও যেন অন্তর্ভুক্ত হয়, সেদিকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা ধানের শীষ প্রতীককে সব মানুষের প্রতীকে পরিণত করব। যারা বিরোধী দলের বা অন্য কোনো দলের সমর্থক আছেন, তাদেরও বলব—আপনারা হাত প্রসারিত করুন। ৩নং ভরাডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আইয়ূব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ভরাডোবা ইউনিয়ন বিএনপি সহ ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।