মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন ও ৩৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১ সদর কোম্পানি, উত্তরা, ঢাকা এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোঃ আব্দুল জব্বার ওরফে রঞ্জু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন এবং ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
ঘটনার বিষয়ে জিএমপি টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ৮(গ) ও ১৯(ক) ধারায় মামলা (নং-০৩, তাং-০৩/১২/২০২৫ ইং) দায়ের করা হয়েছে।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-১ এর অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব হাসান, পিপিএম।