1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বনবিভাগের অভিযানে শামুক ও ঝিনুক জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

 

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বনকর্মীরা প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামের হুলো নামীয় এলাকা থেকে উক্ত শামুক ও ঝিনুক জব্দ করা হয়। এর আগে বনবিভাগের অভিযানের খবরে চোরাকারবারীরা আটটি বস্তা বন্দি অবস্থায় উক্ত শামুক ও ঝিনুক পাউবোর উপকুল রক্ষা বাঁধের পাশে ফেলে চলে যায়। পরবর্তীতে বুধবার সকালে বনকর্মীরা শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.ফজলুল হক জানান, শামুক ও ঝিনুক সুন্দরবনের জীব-বৈজিত্রের অংশ। তা ছাড়া এসব শামুক ও ঝিনুক সুন্দরবনে বসবাসকারী জীব-জন্তুর তথা প্রাণ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কিছু চোরাকারবারী এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে। নিয়মিত টহলে থাকা বনকর্মীরা মঙ্গলবার রাতে পাচারকালে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করে।
অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। বুধবার সকালে শামুক ও ঝিনুক গুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD