মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকার গুলশান থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও পিকআপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম (২১)। সে নওগাঁ জেলার রাণী নগর থানার ভিটি গ্রামের মোঃ ফারুক হোসেনের পুত্র।
বর্তমানে রাজধানীর মধ্য বাড্ডায় বসবাস করে আসছিল। এসময় তার হেফাজত থেকে ৫৪০ বোতল বিদেশী মদ ও পিকআপসহ জব্দ করা হয়।
আজ শুক্রবার (০৫ ডিসেম্বর, ২০২৫) এলিট ফোর্স র্যাব-১, উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব হাসান এই প্রতিবেদককে মাদক উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১, উত্তরার সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে
র্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে বনানী এলাকার দিকে যাচ্ছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের ওই আভিযানিক দলটি গুলশান থানার বাসা নং-২১/বি, রোড নং-০৮ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে কতিপয় ব্যক্তি একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা মোঃ রবিউল ইসলাম (২১) নামে একজন মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। অভিযানকালে ৫৪০ বোতল (৪৬৮ লিটার) বিদেশী মদ ও পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী