মোঃ জাফর আলীঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গীতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’।
শুক্রবার বিকেলে টঙ্গীর ব্যাংক মাঠসংলগ্ন সিটি কর্পোরেশন স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী নেতা ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাসী নেতা বসির উদ্দিন ও টঙ্গী থানা প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. মনির উদ্দিনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পুবাইল অঞ্চল ও গাজীপুর সদর অঞ্চল। খেলায় ৫–০ গোলের বড় ব্যবধানে গাজীপুর সদর অঞ্চলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে পুবাইল অঞ্চল দল।