মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে বাস উল্টে সুপারভাইজার নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ব্যক্তি পাটকেলঘাটার বাস সুপারভাইজার মো.শাওন।
প্রত্যক্ষদর্শীদের মতে, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার বাম পাশে থাকা একটি ট্রলিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে চলন্ত ইজি বাইকের উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় ইজি বাইকের যাত্রী সহ আহত হন আরও প্রায় ১৫ জন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী শেখ তহিদুজ্জামান বলেন,আমি পাটকেলঘাটা যাওয়ার পথে দেখি বাসটি টলতে টলতে এসে ইজিবাইকের উপর উঠে যায়। আমি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দিই। এক জন সাইকেল আরোহীও বাসের নিচে চাপা পড়েন। আরেক জনকে রক্তাক্ত অবস্থায় বাস উঁচু করে উদ্ধার করতে হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহতদের সদর হাসপাতালে নেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মাসুদুর রহমান জানান,বাসের সুপারভাইজার শাওন ঘটনাস্থলেই মারা গেছেন এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে