টঙ্গী গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গরীব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠন। এসময় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা
১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায়
মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ মোঃ শামীম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , “শীতে অসহায় মানুষদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের সংগঠনটি সমাজের অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন, গরীব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি মোস্তফা মিয়া, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দর,এশিয়ান টাইমসের সম্পাদক আরিফ হোসেন, নিউজ ২১ বাংলা টিভির টঙ্গী প্রতিনিধি নুরুজ্জামান শেখ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার টঙ্গী প্রতিনিধি পলাশ সরকার, মাসিক সংবাদ আলোচনার মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা।