শাহীন মির্জা:
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরায় প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি চলছে। ঢাকার রাজধানীর ৩০০ ফিট সড়কের অস্ট্রেলিয়ান স্কুল সংলগ্ন এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।
গত রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের অংশে শুরু হয়েছে বিশাল মঞ্চ নির্মাণ। বিএনপির কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন। ৩০০ ফিট সড়কের এই বিশাল মঞ্চের মাধ্যমে তারেক রহমানকে দেশের মানুষের কাছে গৌরবময় অভ্যর্থনা জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে দল সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে লাখো মানুষ জড়ো করার কোনো পরিকল্পনা নেই। তবে তারেক রহমানের আগমন উপলক্ষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবে।সোমবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, দেশবাসী বর্তমানে নানা শঙ্কার মধ্যে রয়েছে। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অসহযোগিতার লক্ষণ দেখা যাচ্ছে না।মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, ঢাকা ১৮ আসন বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন , যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী ফজলুল হক, সদস্য সচিব সোরাব হোসেন স্বপন, যুগ্ন আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, যুগ্ম আহবায়ক বিলাল হোসেন, খিলক্ষেত থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোলাইমান মিয়া, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল নূরুল তুষারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও খিলক্ষেত থানা বিএনপি এবং ৪৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন