1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ,লীগের ৯ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

 

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ও রবিবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখা পৃথক দুটি বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশের বিশেষ শাখার তথ্য মতে গ্রেপ্তারকৃতরা হলেন,জিআর-৬৪৩/২০ মামলায় আওয়ামীলীগ সমার্থক সাতক্ষীরার ছয়ঘরিয়া গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে মো.লিয়াকত হোসেন মুকুল, জিআর-২১২/২৫ মামলায় শ্যামনগরের দক্ষিণ আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে মজনুর রহমান ও আটুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দক্ষিণ আটুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে মো.আকবর হোসেন (৩৮), কালিগঞ্জ থানার নং-০৯, তাং-১৩/০৬/২০২৫ মামলায় কালিগঞ্জ থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কালিগঞ্জের পূর্ব নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মো.শফিকুল ইসলাম (৪৮), তালা থানার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তালা থানার এফ আই আর নং-৬, তারিখ-১৭ জুলাই,২০২৫ মামলায় কানাইদিয়া গ্রামের মৃত শেখ আকছেদ আলীর ছেলে শেখ অহিদুল ইসলাম (৫০),পাটকেলঘাটা থানার নং-০৩, তাং-০৬/০২/২৫, মামলায় ধানদিয়া ইউনিয়নের যুব লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক উত্তর সারসা গ্রামের মো. ইব্রাহিম শেখ এর ছেলে মো. আলতাফ হোসেন (৪২), সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গী মসজিদের সামনের মো. ইকবাল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম জিআর-৪৬০/২২ নং মামলায় এবং শ্যামনগর থানার ১৩/৭০, তাং-১৪মার্চ, ২০২৫ খ্রি. মামলায় কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জয়াখালী গ্রামের মো.মোজাম্মেল হকের ছেলে মো.শাহীন আলম (৪৮)।
এদিকে, জেলা পুলিশের অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় ১জন, কলারোয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ১জন, শ্যামনগর থানায় ১০ জন, আশাশুনি থানায় ১জন এবং পাটকেলঘাটা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদরে জনের নিকট থেকে ২ বোতল বিদেশী মদ এবং ৩৫১ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD