চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা সাবরেজিস্টার অফিসের কর্মরত মো: শাহিন মিয়া ও মাহমুদুল হাসান ওরফে ওমর ফারুক এর জমি জোরপূর্বক দখলে নিয়ে ভোগদখল করে মার্কেট নির্মাণ করেছে এক ভূমিদস্যু। জমির দখল পেতে পুলিশ – প্রশাসনের দ্বারে দ্বারে ভুক্তভোগী শাহিন মিয়া ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে সাবরেজিস্টার অফিসের কর্মরত শাহিন মিয়া ও মাহমুদুল হাসান ওরফে ওমর ফারুক এর সাক্ষরিত একটি আবেদন চৌহালী থানা বরাবর অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ এমন অভিযোগ ভুক্তভোগী শাহিন মিয়া ও তার পরিবারের। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের আদেশক্রমে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া মৌজার জেল ৯৪, খতিয়ানের নং-২৮০ এবং দাগ ২৮৫ এর ১৮ ডি: এর কাতে ৩ ডি: ভুমি বেদখল করেছে ভূমিদস্যু মোন্নাফ মিয়া। ঐ সম্পত্তি হিসেবে ওই জমির খারিজ-খাজনাও পরিশোধ করে আসছে।
ভুক্তভোগী মো: শাহিন মিয়া জানান, খাষপুকুরিয়া মৌজায় ৩ ডি: ভুমি মাহমুদুল হাসান ওরফে ওমর ফারুক এর পৈত্রিক সম্পত্তি বিক্রির প্রস্তাব দিলে আমি চৌহালী উপজেলা সাবরেজিস্টার অফিসে গিয়ে সাব কবলা দলিল মূলে ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। হঠাৎ জরুরি প্রয়োজনে ঢাকা গেলে সেই সুযোগে ভূমিদস্যু মোন্নাফ মিয়া দখল করে মার্কেট নির্মাণ করেছে। আমি জমিতে গেলে মুন্নাফ মিয়া উল্টো ভয়ভীতি ও টাকা চাঁদা দাবি করে নয়তো জমি ছেড়ে দিবেনা বলে জানায়। আমি আইন শৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ইতিপূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন জমিজমা জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে। বুধবার সকালে গণমাধ্যম কর্মীগণ সেখানে গেলে ভূমিধস্য মোন্নাফ মিয়ার সম্পত্তি নিজের দখল ছাড়বেনা বলেও হুশিয়ারী দেন।