স্টাফ রিপোর্টার কামরুল হাসান:-
ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে যুবসমাজকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ–এর আওতায় ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে সি এম আনোয়ার হোসেন-কে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে একাধিক নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে অভিজ্ঞ ও সক্রিয় সংগঠকরা।
ঘোষিত কমিটির সদস্যরা সবাই ঢাকা মহানগর উত্তর এলাকার বিভিন্ন থানা থেকে নির্বাচিত। তাঁদের পূর্ণাঙ্গ নাম, পদবি ও যোগাযোগ নম্বরসহ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়াঙ্গনের অনুপ্রেরণার প্রতীক আরাফাত রহমান কোকো-এর স্মৃতি ও আদর্শ ধারণ করে যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
নেতৃবৃন্দরা বলেন, নবগঠিত কমিটি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন এলাকা গুলোতে ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।