মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও বেদনার ছায়া।
দেশের এই শোকাবহ মুহূর্তে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
এক শোকবার্তায় তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় সাহসী কণ্ঠস্বর। তার নেতৃত্ব, আত্মত্যাগ ও দৃঢ়তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, দেশনেত্রীর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।
আলহাজ্ব হাতেম খান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মত ভালুকা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।