“প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ”
জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় গত ২৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে “তুরাগে ময়লার বিল আত্মসাতের অভিযোগ: তোপের মুখে গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়া জালাল” শিরোনামে একটি সংবাদ অনলাইনে প্রকাশ করা হয়। প্রকাশিত খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে । আমাকে জড়িয়ে ঐ বাংলাদেশ সমাচার পত্রিকায় যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা আদৌ সঠিক নয়। ঐ খবরটি সম্পূর্ন মিথ্যা, অসত্য, ভিত্তিহীন, ভুয়া, মনগড়া, কাল্পনিক, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যেমূলক। তাই আমি উক্ত প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশিত সংবাদের রিপোর্টার / প্রতিবেদক মোঃ চপল সরদারকে কে বা কারা টাকার প্রলোভন দেখিয়ে
আমার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, মনগড়া, অসত্য, গভীর ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত দিয়ে একটি সংবাদ প্রকাশ করিয়েছে এবং যার কোনো ভিত্তি নাই। তাই আমি তুরাগের দলিপাড়া এলাকার একজন স্থায়ী বাসিন্দা ও সমাজসেবক হিসেবে উক্ত প্রকাশিত সংবাদের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ লিপিতে জালাল হোসেন খান উল্লেখ করেন যে, আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। এর পাশাপাশি জাতীয় সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, দলিপাড়া জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা এতিমখানার মোতাওয়ালী, দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়ালী এবং দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার পরিচয়দানকারী মো: চপল সরদারের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রশ্নই উঠে না। তার সাথে আমার কোন ধরনের শত্রুতা এমনকি আর্থিক লেনদেন পর্যন্ত নেই।
প্রতিবাদ লিপিতে তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলাম না এবং বর্তমানে ও নেই। আমার পরিবার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিবার। তুরাগ থানার দলিপাড়া এলাকায় বাসাবাড়ির ময়লা আবর্জনা কিংবা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ এবং সংগ্রহের বিলের টাকা আত্মসাৎ করার কোনো প্রশ্নের উঠে না। আমি এসবের সাথে জড়িতও নই। স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রী মহল আমাকে সমাজিক ভাবে হেয়প্রতিপন্ন এবং আমার মানসম্পন্ন ক্ষুন্ন কিংবা ক্ষতিসাধন করার জন্য উঠে পড়ে লেগেছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর এলাকার ময়লা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে আমি জড়িত নই। এছাড়া আমি ময়লা সংগ্রহের নামে কোনো ধরনের চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার দাপট এবং ময়লা সিন্ডিকেটের সাথে জড়িত ছিলাম না এবং নেই বলে দাবি করছি।
মো: জালাল হোসেন খান