স্টাফ রিপোর্টার শ্রাবন্তী আক্তার
৩০ ডিসেম্বর,একটি সকাল থমকে গেল ইতিহাসেরপাতায়,
নীরবে নিভে গেলআপসহীন এক প্রদীপ-নাম তার, বেগখালেদা জিয়া।কারাগারের অন্ধকারে থেকেওযিনি আলো চিনিয়েছেন,রোগশয্যায় শুয়েওযিনি হাল ছাড়েননি স্বপ্নে-তিনি জানতেন,নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়,নেতৃত্ব মানে সহ্য করা।তিনবারের প্রধানমন্ত্রী,কিন্তু তার পরিচয় ছিল আরও বড়-তিনি ছিলেন প্রতিবাদের ভাষা,
ভাঙা গণতন্ত্রের আশ্রয়।স্বামী হারিয়েছেন,সন্তান হারিয়েছেন,
হারাননি মাথা নত করার সাহস।
মিথ্যা মামলার দেয়ালে
যখন সত্য চাপা পড়েছে,
তিনি তখনও ছিলেন সোজা হয়ে দাঁড়ানো নাম।
নারীর রাজনীতিতে
তিনি ছিলেন সাহসের উচ্চারণ,
একটি জাতিকে শিখিয়েছেন-
নীরব থাকাও অপরাধ হতে পারে।আজ তিনি নেই,কিন্তু রেখে গেছেনলড়াইয়ের দীর্ঘ ছায়া,
একটি অমোচনীয় অধ্যায়।খালেদা জিয়া,আপনি বিদায় নিয়েছেন,কিন্তু ইতিহাস জানে-আপসহীন মানুষেরাকখনো মরেন না।
৩০-১২-২০২৫