মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ২৪ রাউন্ড তাজা গুলি সহ কুখ্যাত অস্ত্রধারী মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাইকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গাছা থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে সোমবার রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া বগারটেক এলাকায় জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩০ শে ডিসেম্বর ২০২৫ ইং) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।
গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়ার ছেলে। তিনি গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়া কসাইকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত মিয়া কসাই এর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল, শাহজাহান পুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে।