নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে অপসংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সুশীল সমাজ ও সচেতন এলাকাবাসীর দাবি, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই বাউল ও ফোক গানের একাডেমির ব্যানারে প্রতিদিন রাতভর উচ্চ শব্দে গান-বাজনা, অশালীন পরিবেশ ও অনৈতিক কার্যকলাপ চলতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, এসব তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ নিয়ে একটি চক্র মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান এলাকাবাসী।
এ অবস্থায় অপসংস্কৃতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও সমাজসেবকরা।