1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে শাহ্ সূফী মোহাম্মদ জয়নাল আবেদীন দরবেশ (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ওরশ সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

 

মো: মানিক হোসেন বিজয়, টঙ্গী-গাজীপুর:

গাজীপুর মহানগরের মিলগেটস্থ বিশ্ব শাহী দরবার শরীফ খানকা শরীফের প্রতিষ্ঠাতা খাদেম, প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শাহ্ সূফী মোহাম্মদ জয়নাল আবেদীন দরবেশ ছাহেব (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী ওরশ ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ ২ জানুয়ারি, শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে এই আধ্যাত্মিক সমাবেশের সমাপ্তি ঘটে।

​মাহফিলের কার্যক্রম ​গত দুই দিন ধরে খানকা শরীফ প্রাঙ্গণে নানাবিধ ধর্মীয় কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল: ​পবিত্র কুরআন খতম ও জিকির-আজকার। শানে মোস্তফা (সা.) ও মোর্শেদী গান।

​ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে বিষয়ভিত্তিক ওয়াজ ও নসিহত। ​দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত। ​উপস্থিত ব্যক্তিবর্গ ​মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দরবারের আওলাদ মোঃ নূরে আলম দুলাল, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মানিক হোসেন বিজয়।
এছাড়াও মাহফিল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বর, মো: লিটন, মো: চাঁন মিয়া, মো: ইমন এবং মোহাম্মদ জুয়েল। ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সালেহী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত ও আশেকানবৃন্দ অংশগ্রহণ করেন।

​আখেরি মোনাজাত ও তবারক ​শুক্রবার বাদ জুম্মা এক আবেগঘন পরিবেশে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুম জয়নাল আবেদীন দরবেশ ছাহেব (রহ.)-এর রুহের মাগফেরাত কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD