মনির হোসেন জীবন : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ক্র্যাব ও ডিআরইউ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা- অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ৩২ জন। তাদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন- মির্জা মেহেদী তমাল ও আলাউদ্দিন আরিফ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- এম এম বাদশাহ, সিরাজুল ইসলাম ও হাসান উজ-জামান। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ আহম্মেদ লাবু ও শহিদুল ইসলাম রাজী। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ও মো. এমদাদুল হক খান।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমানুর রহমান রনি ও নিহাল হাসনাইন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসমাঈল হোসেন ইমু ও এস এম ফয়েজ।
কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুব আলম ও হরলাল রায় সাগর।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা-
সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।
এর আগে গতকাল শনিবার (৩ জানুয়ারি,২০২৬) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।