রবিউল আলম রাজু :
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অপরাধ ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা। দিনব্যাপী বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৪ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন একাধিক স্পটে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দিশেহারা হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাদক কারবারি ও অপরাধচক্রের সদস্যসহ মোট ১১ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়— সৈকত আলী (৪৫), মোঃ মঞ্জু (৪০), মোঃ ফরিদুল ইসলাম (২৫), মোঃ আরাফাত (১৯), মোঃ মাহির হাসান (২১), মোঃ রবিউল হাসান (২৫), মোঃ রাজু (৩২), মোঃ অভি (২০), মোঃ রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মোঃ সজীব (৩০)।
পুলিশের তল্লাশিতে তাদের হেফাজত থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ পুরিয়া হেরোইন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে— অপরাধী, মাদক ব্যবসায়ী ও আইনভঙ্গকারীদের জন্য এই থানা এলাকায় কোনো ছাড় নেই। এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন সাঁড়াশি অভিযান নিয়মিত চালানো হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই কঠোর অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অপরাধ দমনে এ ধরনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।