1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

উত্তরায় পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

শাহীন মির্জা:
রাজধানীর উত্তরা এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পথশিশু ফাউন্ডেশন। সংগঠনটির আয়োজনে ৬ জানুয়ারি (মঙ্গলবার) উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর, বিএনএস সেন্টার, হাউজবিল্ডিং, আব্দুল্লাহপুর ও টঙ্গী বাজার এলাকায় ছিন্নমূল মানুষ ও পথশিশু কিশোর-কিশোরীদের মাঝে মোট ২০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কঠোর শীতে ফুটপাতে ও খোলা আকাশের নিচে রাতযাপনকারী দুস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন,“শীতের রাতে একজন মানুষও যেন কষ্টে না থাকে—এই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”
তিনি আরও জানান, পথশিশু ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন।

এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,
সাপ্তাহিক মুক্তমন এর সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মাহমুদ, মাই টিভির উত্তরা প্রতিনিধি শাহজালাল জুয়েল, বার্তা বাজারের সিনিয়র সাংবাদিক রাজিবুল ইসলাম ও শুকতারা ইসলাম ঐশি, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপন রানা, কালের কণ্ঠ ডিজিটালের উত্তরা প্রতিনিধি তনু খলিফা, আজকের পত্রিকার রিপোর্টার নুরুল আমিন হাসান, দৈনিক জনতার রিপোর্টার আরিফুল ইসলাম,সরেজমিনে বার্তা রিপোর্টার মোশাররফ হোসেন, রিপোর্টার্স-২৪ এর স্টাফ রিপোর্টার এম এ মল্লিক সোহাগ, শাহিন মির্জা, মহসিনসহ প্রমুখ।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা রাতভর উত্তরার বিভিন্ন ফুটপাত ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। উপকারভোগীরা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন জানান, চলতি শীত মৌসুমজুড়ে তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD