স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স প্রায় ৪৪। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি, ২০২৬) সকাল বেলা ১১টার দিকে খিলক্ষেত থানার লা-মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে রেলক্রসিং (রেললাইন) পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল বেলা ১১টার দিকে খিলক্ষেত থানার লা-মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে রেলক্রসিং এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে একটি চলন্ত ট্রেন এসে ওই অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরবর্তীতে আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাীা যান তিনি।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. রিয়াজুল করিম সাংবাদিকদের জানান, খিলক্ষেতের লা-মেরিডিয়ানের অপজিটে রেললাইন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি
এ প্রতিবেদককে
নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর)কে অবগত করা হয়েছে। তারা এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দর রেলওয়েস্টেশন (জিআরপি) পুলিশ ঘটনার সত্যতা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।