স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান থানা এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৫৪০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তির নাম মোঃ রাকিব হোসেন (২৪)। সে রংপুর জেলার পীরগাছা থানার
পরান গ্রামের মৃত আলাল হোসেনের পুত্র ও মা শাহীনুর বেগমের সন্তান। বর্তমানে রাজধানী ঢাকার ভাটারা থানার শাহজাদপুর খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করে আসছিল।
আজ মঙ্গলবার এলিট ফোর্স র্যাব-১, উত্তরা অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান দৈনিক আজকের আলোকিত সকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১ এর মিডিয়া অফিসার জানান, আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি, ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে মহাখালীর দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি চৌকস আভিযানিক দল গুলশানের বাসা নং- এসডব্লিও (ই)-০৫, রোড নং-০৮ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে কতিপয় ব্যক্তি একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাবের আভিযানিক টিমের সদস্যরা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোঃ রাকিব হোসেন (২৪)কে ৫৪০ বোতল (৪০৫ লিটার) বিদেশী মদ ও প্রাইভেটকারসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে উদ্ধারকৃত আলামত (বিদেশি মদ) ও গ্রেফতারকৃত মাদককারবারি (আসামী) মো: রাকিব হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে দৈনিক আজকের আলোকিত সকালকে জানিয়ে এলিট ফোর্স র্যাব ।