এ,আর, মজিদ শরিফঃ
গাজীপুর মহানগর প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আনন্দঘন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি শনিবার বিকেলে গাজীপুর চৌরাস্তার আল নূর কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক রেজা চৌধুরীকে সভাপতি, সাংবাদিক গাজী আবু বকর সিদ্দিককে কার্যকরী সভাপতি এবং সাংবাদিক সহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে ২৭ সদস্য বিশিষ্ট শক্তিশালী কার্যনির্বাহী কমিটি জনসমক্ষে পরিচিতি লাভ করে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকো, গাজীপুর রিপোর্টারস ইউনিটির সভাপতি এম কাজল খান এবং কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সভাপতি হামিদ খান এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম। সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে রেজা চৌধুরী, কার্যকরি সভাপতি আবুবক্কর সিদ্দ্দিক, সিনিয়র সহ-সভাপতি কফিল মাহমুদ এবং সহ-সভাপতি হিসেবে সামছুদ্দিন জুয়েল, মেহেদি হাসান ও আওলাদ হোসেন দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া ও রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদ মৃধা এবং দপ্তর সম্পাদক হিসেবে রাজু হাসান উপস্থিত সকলের সাথে পরিচিত হন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভকামনা জানান।