কামাল খান
উপজেলা সমাজসেবা কার্যালয় গোলাপগঞ্জের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সমাজসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা।
উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, সমাজসেবা একটি মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই সমাজসেবার মূল লক্ষ্য। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনাথ ও অসহায়দের জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, এই কার্যক্রমগুলো সফল করতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাহলেই একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো: আরমান ভূঁইয়া, ফিল্ড সুপার মো: আবুল কালাম, লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড এর প্রধান শিক্ষক মো: শামীম আহমদ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সেবাগ্রহীতারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি