নিজস্ব প্রতিবেদক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষা এবং শিক্ষার সার্বিক পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং ঢাবি’র
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এর সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গেল মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায়
মতবিনিময়ের ধারাবাহিকতার অংশ হিসেবে উভয়ের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জাতীয় নির্বাচন-পূর্ব সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জামায়াত আমিরকে অবহিত করেন।
এ সময় উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান
বলেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি জামায়াতে ইসলামীর আমিরের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ কর