রাজু আহমেদ তাইজুলঃ
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব গাজীপুর মহানগরীর ৩২নং ওয়ার্ড পূর্ব জাঝর এলাকায় উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়,শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জনাব মো: আক্তারুজ্জামান বাবুল।এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন, একজন মহীয়সী নারী,যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজসাধ্য নয়। তিনি ছিলেন সততা,ঐক্য ও দৃঢ়তার প্রতীক এবং গনতন্র ও ভোটের অধিকারে আপসহীন সংগ্রামের নেত্রী।বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মহাকালের মহাকাব্যের পরিসমাপ্তি ঘটেছে।দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর জানাজাতে যে গণমানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে-তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এই ভালোবাসাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে।প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠা করে গেছেন, সেই আদর্শের পতাকা দীর্ঘদিন ধরে বহন করেছেন বেগম খালেদা জিয়া। আজ সেই পতাকা তারেক রহমানের হাতে। জনগণকে সঙ্গে নিয়ে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন- এটাই মানুষের প্রত্যাশা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গাছা থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহারিয়ার জামান প্রান্ত।গাছা থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও ৩২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাছা থানা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন।