স্টাফ রিপোর্টার : রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ বলছে, নিহতের নাম আজিজুর রহমান মুসাব্বির। সে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
জানা গেছে, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি সাহপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার (৭ জানুয়ারি, ২০২৬ ) রাত আনুমানিক ৮টার কিছু পরে রাজধানীর পান্থপথ-ফার্মগেটে স্টার হোটেলের সামনের গলিতে গুলির ঘটনা ঘটেছে।
এদিকে বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে তাৎক্ষণিক এই বিক্ষোভ করেন। এসময় বিক্ষোভকারীরা খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম সাংবাদিকদের বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দু’জনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর, ২০২৫ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে রাজধানী পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে বসুন্ধরা আবাসিক এলাকা এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর, ২০২৫ তিনি মারা য