মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ইটাগাছা বাঙ্গালের মোড় এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.আব্দুর রউফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ কতটা ভালোবাসে,তাহার জানাজায় কোটি মানুষের অংশ গ্রহণই প্রমাণ করে। জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ত্যাগ করেননি। আজ আমরা একজন অভিভাবককে হারিয়েছি, যার অভাব কখনো পূরণ হবার নয়। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছা সেবক দলের নেতা সোহেল আহমেদ মানিক ও আবদুল্লাহ আল মামুন রাজু ও যুবদল নেতা আবদুল্লাহ আল সিয়াম।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পৌর বিএনপির সাবেক সদস্য শেখ সোহরাব হোসেন বাবু। বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।