নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের তিন সদস্যদের একটি প্রতিনিধি দল।
আজ বুধবার (৭ জানুয়ারি, ২০৬) সকাল ৯ টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার এবং মিস মনিকা বাইলাইতে, যিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় সাক্ষাতে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের তিন সদস্যদের প্রতিনিধি দলের মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয় ।