রবিউল আলম রাজু
রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, এসআই দীপংকর দাসের নেতৃত্বে পরিচালিত ঝটিকা অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের আব্দুল্লাহপুর থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।