1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

রংপুর সফরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

বিশেষ সংবাদদাতা : জাতীয়তাবাদী দলের (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ১২ জানুয়ারি আগামী সোমবার রংপুর সফরে যাচ্ছেন।

এদিন দুপুর আনুমানিক ২টার দিকে রংপুরের পীরগঞ্জ থানার বাবনপুর জাফরপাড়ায় এলাকায়
সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সড়কপথে দিনাজপুর যাবেন।

তারেক রহমানের সফর-সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) গণিউল আজম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে এবং উত্তরাঞ্চল সফর সফল করার লক্ষ্যে গতকাল বুধবার রংপুর চেম্বার ভবনে রুদ্ধদ্বার বৈঠক করেন রংপুর বিভাগের ৩৩ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঐতিহাসিকভাবে পালন করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি গণমাধ্যমকে বলেন, প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা মুখিয়ে আছি।

গণিউল আজম আরো জানান, একটানা চার দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। তিন সেখান থেকে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন। পরদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

বিএনপির দলীয় ও মিডিয়া শাখা সূত্রে জানা যায়, এই সফরে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়াও তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামছুজ্জামান সামু গণমাধ্যমকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের সব ধরনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনি আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না।
সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের খবরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেতার আগমনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ,বগুড়া রংপুর, পীরগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার সর্বস্তরের জনগণ।
####
এমএইচজে
তারিখ -০৮ জানুয়ারি, ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD