1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে: ভিপি রিয়াজুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২২ Time View

 

স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ভিপি নির্বাচিত হওয়ার পর ‘ভূমিধস বিজয়’ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের অভিব্যক্তি জানান ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’।

গেল বুধবার (৮ জানুয়ারি, ২০২৬) মধ্যরাতে ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক এবং মেধাবী। শিক্ষার্থীরা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন।

ভিপি রিয়াজুল আরো বলেন, কেউ ছাত্রদলকে বেছে নিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে ভোট দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধাশীল।

নির্বাচন পরবর্তী ঐক্য ও কর্মপরিকল্পনা নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরণের বিভাজন তৈরি হোক, তা চান না উল্লেখ করে রিয়াজ বলেন, আমরা নির্বাচনের আগেও যেভাবে অন্যান্য প্যানেলের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, পরেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি-জিএস ও এজিএসসহ ২১টি পদের ১৬টিতেই বড় জয় পায় ছাত্রশিবিরের প্যানেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD