স্টাফ রিপোর্টার : আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। জনগণকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। ভোটকেন্দ্র দখলের আশঙ্কা করছি বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) আজাদির যাত্রার অংশ হিসেবে রাজধানীর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে । কিন্তু প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। নির্বাচনে শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা ঘটছে।
এসময় তিনি আরো বলেন, ইনসাফের লড়াইয়ে আমরা নেমেছি, যার সূচনা করেছিলেন ওসমান হাদি। ঢাকা-৮ আসনে হাদি ভাই যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই চলব।
তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিনদিন বেড়েই চলেছে। সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের আগে আমাদের দু’টি প্রধান দাবি ছিল—বিচার ও সংস্কার।