স্টাফ রিপোর্টার: কুমিল্লার দাউদকান্দি থানার বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছে । তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, নিহতদের পরিচয় ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার
বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সড়ক ত্রিমুখী সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়।
এদিকে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সংঘর্ষের পরপরই একটি বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের সময় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই সেই লাগা আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।
অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান পুলিশ ও দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা