মোঃ মুজাহিদুল ইসলামঃ
দেশে প্রয়োজন স্থিতিশীলতা ও জননিরাপত্তা উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, যে কোন উন্নয়ন, সমৃদ্ধি বা সামাজিক অগ্রগতির জন্য একটি স্থির ও শান্ত পরিবেশ অপরিহার্য। রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের ওপর জোর দেওয়া যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সম্প্রতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। এটি নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আইনের শাসন, কার্যকর নেতৃত্ব এবং দুর্নীতি দমন জরুরি যা দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করে।
বাংলাদেশ জনতা সংস্কৃতিক ফ্রন্টের সাধারন সম্পাদক ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, এই দেশে কি বেঁচে থাকার নূন্যতম নিরাপত্তা টুকু ও নেই। অস্ত্রধারীরা যখন প্রকাশ্যে ট্রিগার টানে তখন আইন কোথায়, প্রশাসন কোথায়, রাষ্ট্রের দায়বদ্ধতা কোথায়। প্রতিটি হত্যাকান্ডের সঙ্গে শুধু একটি প্রান নয় একটি পরিবার ভেঙ্গে যায়, একটি মা সারাজীবনের কান্না বয়ে বেড়ায়, একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়। আর আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ি লাশের খবরে। এটাই সবচেয়ে ভয়ংকর।
তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, আমারা আর অস্বাভাবিক মৃত্যুর শিকার হতে চাই না। আমরা চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। নিরাপদ পথে হাঁটার অধিকার, নির্ভয়ে কথা বলার স্বাধীনতা এবং অপরাধীর নিশ্চিত শাস্তি। অবিলম্বে সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত, জড়িত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এই নীরবতা আরো রক্ত ডেকে আনবে। মানুষের জীবন ই যদি নিরাপদ না থাকে তবে রাষ্ট্রের সকল উন্নয়নের গল্প অর্থহীন।