স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীর বেগুনটিলা বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত শাহজাদি ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।
এসময় অভিযানকালে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।
আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) সকালে আটক ব্যক্তিদের ডিএমপির পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাতে সেনাবাহিনীর দু’টি টহল দল পল্লবীর বেগুনটিলা বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তদন্তে শাহজাদির বাসা থেকে ৪৬০ গ্রাম হিরোইন, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, শাহজাদি দীর্ঘ কয়েক বছর ধরে রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে আটক করতে এর আগেও একাধিকবার যৌথ বাহিনী অভিযান চালালেও সে সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান।
এদিকে ডিএমপির পল্লবী থানার পুলিশ সাংবাদিকদের জানায়, মাদক কারবার, অবৈধ অর্থ লেনদেনসহ বিভিন্ন অভিযোগে শাহজাদির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছ